বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, কুমিল্লা এর আয়োজনে, ‘‘আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, কুমিল্লাকে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে উন্নীতকরণ’’ প্রকল্প এর আর্থিক সহযোগীতায়, বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল মসলা ফসল বারি ধনিয়া- ২ ও বারি কলোজিরা-১ জাতের উপর, শ্রীরামপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়ায় ৬/৩/২০২১ তারিখে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ড. মো. মোশারফ হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র, বারি, গাজীপুর। সভাপতিত্ত¡ করেন- ড. মো. উবায়দুল্লাহ কায়ছার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ড. মো. মনিরুজ্জামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র, বগুড়া; কৃষিবিদ মো. মুশিউল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা, কুমিল্লা; ড. মো. মুক্তার হোসেন ভ‚ইয়া, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা। সঞ্চালনা করেন-ড. মো. আইউব হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বারি, কুমিল্লা।
মাঠ দিবসে বক্তারা বলেন- খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং রোগ প্রতিরোধ বাস্তবায়নে ধনিয়া ও কলোজিরার ভ‚মিকা অপরিসীম। আধুনিক প্রযুক্তি গ্রহন করে ধনিয়া ও কালোজিরা চাষ নিশ্চিত হলে কৃষকদের আর্থিক সমৃদ্ধি অর্জন করা খ্বু সহজ হবে। তাই বারি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধনিয়া ও কলোজিরা চাষ করার জন্য উপস্থিত কৃষকদের আহবান জানানো হয়। বারি ধনিয়া-২ ও বারি কলোজিরা-১ এর ফলন দেখে এলাকার কৃষকরা প্রতি বছর এ জাতের ধনিয়া ও কালোজিরা চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।